Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি-আমিরাত জোটকে অস্ত্র দেওয়া বন্ধ করতে সিনেটে উদ্যোগ


১৩ মার্চ ২০১৯ ১১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইয়েমেন যুদ্ধে সৌদি-আমিরাত জোটকে সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করতে মার্কিন সিনেটে প্রস্তাবনা আনা হচ্ছে। যুদ্ধে মানবিক বিপর্যয় বন্ধে সিনেটর বার্নি স্যান্ডার্স এই উদ্যোগে নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বুধবারে (১৩ মার্চ) সিনেটে এই প্রস্তাবনার ওপর ভোটগ্রহণ হবে। প্রস্তাবটি পাশ হলে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ট্রাম্প কি ধরনের পদক্ষেপ নেবেন তাই দেখার বিষয়।

বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। তবে ইয়েমেন যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবনায় তাকে কয়েকজন রিপাবলিকান সিনেটরও সমর্থন দিচ্ছেন।

বিজ্ঞাপন

কি ঘটেছে ইয়েমেনে:

ইয়েমেনে ২০১৫ সালে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তখন হুতি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা দখল নেয় ও প্রেসিডেন্ট আব্দে মানসুর হাদিকে দেশত্যাগে বাধ্য করে। পরে হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ হুতিদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। হুতিদের পেছনে ইরানের সমর্থন থাকায় সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত নেয়।

হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নামা সৌদি জোটকে সামরিক সহায়তা দিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। জাতিসংঘের তথ্যমতে, এ যুদ্ধে অন্তত ৬,৮০০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০,৭০০ জন আহত হয়েছে। ২ কোটি ২০ লাখ লোক মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন।

এছাড়া, সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে সৌদি-আমিরাত জোটের বিরুদ্ধে। সৌদি আরবের বোমা হামলায় ইয়েমেনের স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও বাড়িঘর ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সৌদি আরবকে অভিযুক্ত করছে যুদ্ধাপরাধে।

সারাবাংলা/এনএইচ

ইয়েমেন পরিস্থিতি সিনেটে প্রস্তাবনা