মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ নিখোঁজ তিনজন গ্রেফতার
২১ জানুয়ারি ২০১৮ ২১:২৮ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৩
সিনিয়র করেসপন্ডেন্ট
ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে জঙ্গিবাদে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে খালেদ হোসেন ও নাসিরউদ্দিনকে গুলশান থেকে এবং মোতালেব হোসেনকে বছিলা থেকে গ্রেফতার করা হয়। এ সময় নাসিরউদ্দিনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে।
সারাবাংলা/ইউজে/এটি
লেকহেড গ্রামার স্কুলের মালিক ‘নিখোঁজ’
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে অপহরণ