।। লোকাল করেসপন্ডেন্ট ।।
হিলি: হিলিতে ১৪শ ইয়াবাসহ ফিরোজ কবির (৩৫) নামের একজনকে গ্রেফকার করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উপজেলার চেংগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, ভারত থেকে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করেছে এবং তা ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে উপজেলা চেংগ্রাম এলাকায় পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ফিরোজ কবিরকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪শ ইয়াবা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মাদক মামলা করা হয়।
গ্রেফতার ফিরোজ কবির হলেন হাকিমপুর উপজেলার রায়ভাগ বাঘমারা গ্রামের বাসিন্দা।
সারাবাংলা/এসএমএন