Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ক্রিকেট দল নিরাপদে আছে: হাইকমিশনার


১৫ মার্চ ২০১৯ ১৩:২৯ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ১৪:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ক্রিকেট দল নিরাপদে আছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান। পাশাপাশি ক্রাইস্টচার্চের বাংলাদেশি কমিউনিটিও নিরাপদে আছে বলে জানান তিনি।

তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, হামলার ঘটনায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) হাইকমিশনার সুফিউর রহমান সারাবাংলাকে বলেন, ‘ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর জাতীয় ক্রিকেট দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, ‘এই সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। এখানে ছোট্ট একটা বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তবে তারা সবাই নিরাপদে আছেন।’

ক্রাইস্টচার্চের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে উল্লেখ করে হাইকমিশনার সুফিউর বলেন, ‘তাই হাইকমিশন থেকে সরাসরি ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। কিন্তু ক্রাইস্টচার্চের সঙ্গে যোগাযোগ রয়েছে। এখনো বাংলাদেশিদের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। হাইকমিশন থেকে শনিবার (১৬ মার্চ) সকালে ঘটনাস্থলে যাওয়া হবে।’

নিউজিল্যান্ড মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পে রক্ষা মুশফিক-তামিমের

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মধ্যাঞ্চল ও শহরতলী লিনউডের দুই মসজিদে শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের সময় হামলা চালায় দুই পৃথক বন্দুকধারী। এতে ৪০ জন মারা যান। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হামলার ঠিক আগেই ক্রাইস্টচার্চের ওই মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। মাত্র ৫ মিনিটের ব্যবধানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা ওই হামলার ভয়াবহতা থেকে রক্ষা পান।

বিজ্ঞাপন

এই হামলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর বাতিল করা হয়েছে।

সারাবাংলা/জেআইএল/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর