প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার দেখা করতে যাচ্ছেন ডাকসু নেতারা
১৫ মার্চ ২০১৯ ১৮:৫৪
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নেতারা আগামীকাল শনিবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
গণভবন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ডাকসু ও হল সংসদে নির্বাচিত সব প্রতিনিধিক ফোন করে শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়েছে।
ডাকসুর ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর এপিএস ফোন করে আমাকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
তবে তিনি যাবেন কি না তা স্বতন্ত্র্যভাবে নির্বাচিতদের সঙ্গে বসে ঠিক করবেন বলে সারাবাংলাকে জানান।
ডাকসুর নির্বাচিত এজিএস ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক হুসেইন সাদ্দাম সারাবাংলাকে বলেন, ‘ডাকসু ও হল সংসদে নির্বাচিত সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেশরত্নের আমন্ত্রণে আগামীকাল গণভবনে যাব।‘
সারাবাংলা/কেকে/একে