Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সাময়িক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩০

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বরিশালে রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত ছিলেন। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালে সংযুক্ত (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর) করা হয়ে। গত বছরের ১৩ নভেম্বর বরিশালের এই অতিরিক্ত পুলিশ সুপারকে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ১৪ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মো. আলেপ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩-১১-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদফতরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।

সারাবাংলা/পিটিএম

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর