রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু
১৭ মার্চ ২০১৯ ১৬:০০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের কালিনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে নাছির হোসেন (২৮) এবং রামপাল উপজেলার আদাঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান (৩৪)।
ওসি লুৎফুর রহমান জানান, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাদের মরদেহ সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।
এরআগে গত ২ মার্চ কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় এক শ্রমিক আহত হন।
সারাবাংলা/এমএইচ