মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলিতে ‘মাদক বিক্রেতা’র মৃত্যু
১৮ মার্চ ২০১৯ ১৬:১৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিক্রেতাদের দু’পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বুদু আলী (৩০)। পুলিশের দাবি, নিহত বুদু আলী মাদক বিক্রেতা ছিলেন।
রোববার (১৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও একটি ওয়ান শুট্যারগান উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশও ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও বেশ কয়েকটি মাদক মামলার আসামি। তিনি পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।
সারাবাংলা/এসএমএন