Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৬টিতে আওয়ামী লীগ, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী


১৯ মার্চ ২০১৯ ০৩:২৩

নওগাঁ: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ টিতে আওয়ামী লীগ ও ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জেলার ধামইরহাটে আওয়ামী লীগের আজাহার আলী (নৌকা) ৩৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ১৫ হাজার ৩৯৩ ভোট।

পত্নীতলায় আওয়ামী লীগের আব্দুল গাফ্ফার (নৌকা) ৬২ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম (ঘোড়া)পেয়েছেন ৯ হাজার ৭৬৫ ভোট।

বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম (ঘোড়া) ৩৯ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু খালেদ (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৭১৫ ভোট।

সাপাহারে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী (আনারস) ৫০ হাজার ৯৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সামসুল আলম (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ১৫১ ভোট।

পোরশায় স্বতন্ত্র প্রার্থী শাহ মুঞ্জুর মোরশেদ চৌধুরী (আনারস) ৪২ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনোয়ারুল হক পেয়েছেন (নৌকা) ২১ হাজার ৬৬৮ ভোট।

রানীনগরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনোয়ার হোসেন (নৌকা) পেয়েছেন ১ হাজার ২১১ ভোট।

মান্দায় আওয়ামী লীগের প্রার্থী সরদার জসিম উদ্দিন (নৌকা) ৬৭ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮১৭ ভোট।

বিজ্ঞাপন

নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ফরিদ আহমেদ (নৌকা) ৮০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সদরুল হাসান (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৭৫৬ ভোট।

আত্রাইয়ে আওয়ামী লীগের প্রার্থী এবাদুর রহমান (নৌকা) ৩৯ হাজার ৮০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (আনারস) পেয়েছেন ১২ হাজার ৯০৬ ভোট।

মহাদেবপুরে আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীব (নৌকা) ৬৮ হাজার ৩৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাভেদ আলী (টেলিফোন) পেয়েছেন ৪ হাজার ২৬১ ভোট।

সোমবার ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলার উপজেলা রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে নির্ধারিত সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘জেলার ১০ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সারাবাংলা/আরএফ/একে

উপজেলা নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর