কুমিল্লার হত্যা মামলায় খালেদার জিয়ার জামিন স্থগিত চেয়ে আপিল
১৯ মার্চ ২০১৯ ১২:৫৬
ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (১৯ মার্চ) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
তিনি জানান, কুমিল্লায় গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আগামী ২৫ মার্চ এ বিষয়ে চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে তিনি জানান।
গত ৬ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
ওই দিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী পুড়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখানো হয়েছে।
সারাবাংলা/এজেডকে/টিআর