Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মাহফুজা আক্তার কিরণের জামিন


১৯ মার্চ ২০১৯ ১৫:০০ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৬:৪১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কিরণের আইনজীবী লিয়াকত হোসেন সারাবাংলাকে বলেন, দশ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন শুনানিতে আইনজীবী বলেন, মামলাটি জামিনযোগ্য ধারায় দায়ের করা হয়েছে। আসামি শারীরিক ভাবে অসুস্থ, এছাড়া উনি সমাজের একজন সন্মানিত মানুষ। সব দিকে বিবেচনা করে জামিনের প্রার্থনা জানানো হয়।

এরআগে জামিন চাইলে মূল নথি না থাকায় আদালত জামিন নামঞ্জুর করে কিরণকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আদালতে মামলাটি করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স।

শুনানি শেষে ওইদিন মামলাটি আমলে নিয়ে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মাহফুজা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়।

সারাবাংলা/এআই/এসএমএন

প্রধানমন্ত্রীকে কটুক্তি বাফুফে মাহফুজা আক্তার কিরণ

বিজ্ঞাপন

জংলির শো বেড়ে দ্বিগুণ
৮ এপ্রিল ২০২৫ ১৭:১০

আরো

সম্পর্কিত খবর