শিক্ষামন্ত্রীর পিওসহ গ্রেফতার তিনজনকে নিয়ে ডিবির অভিযান
২২ জানুয়ারি ২০১৮ ১৯:১৭ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৫
উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: শিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নাসির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোতালেব হোসেন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে রোববার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতারের পর সোমবার দিনভর অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার (২২ জানুয়ারি) বিকেলে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই তিনজনকে গ্রেফতারের পর তাদের সঙ্গে যোগসাজস রয়েছে তাদের ধরতে দিনভর অভিযান চালানো হয়েছে। এমন কি এদের সঙ্গে বেশ কয়েকজন রাঘব-বোয়ালেরও নাম রয়েছে, তাদেরও খোঁজা হচ্ছে।’
আগামীকাল মঙ্গলবার ওই তিনজনকে আদালতে পাঠানো হবে। তবে তাদের কোন মামলায় আদালতে পাঠানো হবে তা নিশ্চিত করেননি সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা।
ডিবির একটি বিশ্বস্ত সূত্র সারাবাংলাকে জানান, জঙ্গিবাদের ইস্যুতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় লেকহেড গ্রামার স্কুল বন্ধ ঘোষণা করে। এর বিরুদ্ধে স্কুলটির মালিক খালেদ হোসেন মতিনের রিট আবেদনে উচ্চ আদালত কিছু নির্দেশনা দিয়ে স্কুলটি খুলে দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ালে একই আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
ওই সূত্রটি জানায়, বিষয়টি সেখানে নয়, মূল ঘটনা হচ্ছে হাইকোর্টে যখন লেকহেড গ্রামার স্কুলের মালিক রিট আবেদন করেন তখন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নাসির উদ্দিন টাকা খেয়ে স্কুলটি নিয়ে ইতিবাচক প্রতিবেদন দেয়। যা খালেদ হোসেন মতিনের কল রেকর্ডের সাথে নাসির উদ্দিন ও মোতালেব হোসেনের যোগসূত্র পাওয়া গেছে। কল রেকর্ডে কত টাকা লেনদেনের মাধমে ওই দুইজন স্কুল খোলার ব্যাপারে সহযোগিতা করেছেন তা-ও জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোতালেব হোসেন মাত্র ৪০ হাজার টাকা বেতনে চাকরি করে কীভাবে বছিলার মতো জায়গায় একটি সাততলা ভবন নির্মাণ করতে পারেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। শিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নাসির উদ্দিনেরও একাধিক ফ্লাট ও সম্পদের খোঁজ পেয়েছে গোয়েন্দারা। এরা দুজন শুধুমাত্র তদবির বাণিজ্য ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেই জড়িত নন জঙ্গিবাদের অর্থের সঙ্গেও সংশ্লিষ্টতা রয়েছে এদের।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ডিবির হাতে গ্রেফতার হওয়া তিনজনকে আগামীকাল মঙ্গলবার আদালতে তোলা হবে।’ তবে কোন মামলায় আদালতে তোলা হবে তা নিশ্চিত করেননি তিনি।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূঁজা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ডিবি পুলিশ শিক্ষা মন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেফতার করেছে।’
স্বরাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্যের পর একই দিন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন হয়। এক্ষেত্রে সেটি মানা হয়নি। তাদের গ্রেফতারের আগে মন্ত্রণালয়কে অবহিত করতে পারত।’
আর গত রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বলেন, ‘ঘুষ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নাসির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোতালেব হোসেন ও জঙ্গিবাদে অর্থ সহায়তার অভিযোগে খালেদ হোসেন মতিনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিনের কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়।’
সারাবাংলা/ইউজে/আইজেকে