Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অহমিকা ত্যাগ করুন: খালেদাকে জাফরুল্লাহ


২২ জানুয়ারি ২০১৮ ২১:১৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বড় দলের অহমিকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি  বলেন, `কাউকে অবহেলা করা উচিত নয়। ছোট দলগুলোর নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। মওলানা ভাসানীর মতো সম্মিলিত বিরোধী দল বা যুক্তফ্রন্ট গঠন করতে হবে। তাহলেই বিজয় সম্ভব হবে। অন্যথায় চলমান সংগ্রামে বিজয়ের সম্ভাবনা কম।’

জাফরউল্লাহ বলেন, ‘জাতি ও দেশের প্রয়োজনেই জিয়াউর রহমানকে সমর্থন করেছিলেন মওলানা ভাসানী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই বিএনপিও মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।’

‘২২ জানুয়ারি মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিএনপিরও পালন করা উচিত ছিল। ভাসানীকে দেওয়া জিয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে’ —বলেন তিনি।

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সোমবার আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এ আলোচনা সভা আয়োজন করে।

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘দুপুর বেলাও বিএনপি মনে করছে রাত শেষ হয়নি। আর সেই কারণেই তারা জনগণের কাছে যেতে পারছে না। তারা কর্মসূচিও গ্রহণ করতে পারছে না। নিরাপত্তার নামে বেগম জিয়া নিজেই গৃহবন্দী হয়ে থাকছেন। এভাবে হবে না।’

তিনি বলেন, ‘বেগম জিয়াকে জনগণের কাছে যেতে হবে। মনে রাখতে হবে তার জনপ্রিয়তার ভীত হয়েই সরকার তাকে বকশীবাজারের কোর্টে হাজিরার নামে ব্যস্ত রাখছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মওলানা ভাসানী না হলে আওয়ামী লীগের জন্ম হতো না। আর আওয়ামী লীগ না হলে শেখ মুজিবুর রহমানও বঙ্গবন্ধু হতে পারতেন না। ভাসানী আর শেখ মুজিবের সম্পর্ক ছিল পিতা-পুত্রের মতো। এ কথা প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের মনে রাখতে হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান আর আপনার নাম জনগণের হৃদয়ে চিরস্থায়ী করতে হলে গণতন্ত্রকে মুক্ত করে দিতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকতে হবে। ২০১৪ সালে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভূইয়া বলেন, ‘মওলানা ভাসানীর প্রদর্শিত সংগ্রামের পথই মুক্তির পথ। সংগ্রাম ছাড়া কোনো মুক্তি নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে হলে ভাসানীর কোনো বিকল্প নাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের ভরাডুবিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শুধু জনসমর্থন থাকলেই হবে না। নেতাদের আচরণ পরিবর্তন করতে হবে। জনগণের কাছে যেতে হবে আত্মঅহমিকা ভুলে।’

মো. শহীদুননবী ডাবলু’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, ন্যাপের সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর