‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করা না হলে গণতন্ত্র বিপদে পড়বে’
২১ মার্চ ২০১৯ ১৫:৩১
ঢাকা: বিকল্পধারার প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দেশের বিরোধী রাজনৈতিকদলগুলোকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এসব সরকারকেই করে দিতে হবে। অন্যথায় গণতন্ত্র অনেক বিপদে পড়বে।’
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় হল রুমে বাংলাদেশ শরিয়াহ আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠ করতে হবে। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাবস্থা সরকারকে করতে হবে। ঘৃণা এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। তা হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য সারাজীবন আন্দোলন করেছেন। তার স্বপ্ন ছিল সবক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আজকে দেশের মানুষের ভোটাধিকার আছে কিনা সে প্রশ্ন জেগেছে। বঙ্গবন্ধুর কন্যা দেশ পরিচালনা করছেন কেন আজ এই প্রশ্ন দেশবাসীর কাছে জাগবে।’
উপজেলা পরিষদ নির্বাচনে সবগুলো দল কেনো অংশগ্রহণ করেনি সরকারকে তার কারণ খুঁজে দেখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘খুঁজে দেখতে হবে ভোটকেন্দ্রে ভোটার নেই কেন।’
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আজকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য রাজপথে আন্দোলনে নেমেছে। তারা গাড়ির ড্রাইভারের সঠিক লাইসেন্স আছে কি-না তা চেক করছে। কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো। সড়ক দুর্ঘটনা কেন হচ্ছে। কেনো জনগণের মাঝে সচেতনতা নেই। গাড়ি চলাচলের জন্য নিয়ম কানুন আছে, কেন তা তারা মানছে না। দেশে আইন আছে, আইনের সঠিক প্রয়োগ নেই। কীভাবে আইনের প্রয়োগ থাকবে। যারা গাড়ীর মালিক যারা ড্রাইবার তারা কোন কোন রাজনৈতিক দলের সমর্থক। ফলে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। আইনের প্রয়োগ না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সুশাসন প্রতিষ্ঠা করতে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
শরীয়াহ আন্দোলনের আমীর মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী মাসউদুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা নজরুল ইসলাম, মুফতি রুহুল আমিনসহ অনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমআই