হাল না ছাড়ার দিন
২৩ জানুয়ারি ২০১৮ ১০:২০
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস । সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এসব কাগুজে কথা শুনে অনেকেই আমার উপর রেগে যেতে পারেন। কারণ কাল রাতে অনেকের গায়েই খুব গরম গরম লেগেছে। সকালেও শীতটাও ঠিক শীতের মান রাখছে না। কেমন কম কম। মাঘের দশ তারিখে শীত কম তার উপর আবার আজ মঙ্গলবার! এত জ্বালা ভাল লাগে?
আমেরিকানরা সপ্তাহের মাঝের দিনটিকে বলে চূড়া দিবস। ব্যাপারটা হচ্ছে এমন যে, সপ্তাহটাকে ওরা ভাবে একটা পাহাড়, যেটাকে সপ্তাহ জুড়ে ওরা ডিঙ্গায়। তো শুরুর দিন যদি সোমবার ধরে তাহলে পাহাড়ে উঠতে উঠতে ওরা বুধবার লাগায়, বুধবার ওদের চূড়া দিবস। বাংলাদেশে আমরা যেহেতু রবিবার সপ্তাহ শুরু করি তবে সেই হিসাবে আজকে মঙ্গলবার আমাদের চূড়া দিবস। স্বাভাবিকভাবেই দিনটা লম্বা যাবে তবে সুখের কথা হচ্ছে, কাল থেকেই আমরা দ্রুত বেগে ছুটির দিনের দিকে আগাবো।
কুয়াশা আজকেও বেশ ভারিই আছে। তাপমাত্রা এর কারণেই একটু বেশি বেশি লাগছে। সূর্য আলো দিচ্ছে তবে কুয়াশার ভেতর দিয়ে। এমন দিনে ময়েশ্চারাইজার বেশি লাগবে, লাগবে সানস্ক্রিনও। তবে কখন একটু গরম লাগে কখন যেন ঘাম হয় সমস্যায় মুখ তেলতেলে হতে পারে। চুলও ভিজা ভিজা থাকতে পারে। তাই ময়েশ্চারাইজার, টিস্যু, ফেইসওয়াশ সব সঙ্গে রাখুন।
সপ্তাহের মাঝামাঝি এমন দিনে কাজ-টাজ অস্থির লাগবে, দিনটিই বেশ অস্থির করা। বাতাসের আর্দ্রতা ৮০-৪৫ শতাংশ থাকবে। হঠাৎ শীত কম কম লাগবে। তবে হাল ছাড়া যাবে না। আজকের দিনটি পার করতেই হবে দাঁতে দাঁত চেপে।
শুভ হোক আপনাদের মঙ্গলবার।
শুভ সকাল।
সারাবাংলা/এমএ