Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় ভাসছে দ্বিতীয় স্প্যান, চলছে আনুষঙ্গিক কাজ


২৩ জানুয়ারি ২০১৮ ১১:৩৭

ঢাকা: পদ্মাসেতুর জন্য তৈরি দ্বিতীয় স্প্যানটি এখন ভাসছে পদ্মার বুকে। জাজিরা পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এই স্প্যান। বিশালাকায় ক্রেনের কপ্পায় ঝুলিয়ে রাখা সে স্প্যান বসানো হবে দুই-এক দিনেই। জাজিরা পয়েন্টে অবস্থান করছেন প্রকৌশলীরাসহ সংশ্লিষ্ট অনেকেই।

নদী মাঝখান থেকেই সারাবাংলার সঙ্গে কথা বললেন, পদ্মাসেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ কাদের। তিনি জানান, ফিটিংসের  আনুষঙ্গিক কাজ চলছে। পিলারের ওপর বসানোর আাগে সেগুলো সম্পন্ন করতেও এক-দুই দিন লাগবে, এমনটাই জানালেন তিনি।

বিজ্ঞাপন

কাল বুধবার কিংবা পরের দিন বৃহস্পতিবার স্প্যানটি বসানো হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় স্প্যানটি নিয়ে শনিবার সকালে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তের দিকে রওয়ানা দেয় বিশালাকায় ক্রেনটি। তিন দিন পর সেটি জাজিরা পয়েন্টে পৌঁছায়।

দ্বিতীয় স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার, ওজন ১৪০ টন। জাজিরা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারে ওপর এই স্প্যান বসানো হবে।

গত ৩০ সেপ্টেম্বর নির্মাণাধীন পদ্মা সেতুতে পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যানটি। ভাসমান ক্রেনের সাহায্যে টেনে আনা স্প্যানটি বসানো হয় সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর। এর মধ্য দিয়ে পদ্মা সেতু দৃশ্যমান হয়।

২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। এ বছরের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৫১ দশমিক ৫ শতাংশ।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর