শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার দুর্নীতির তদন্ত করবে দুদক
২৩ জানুয়ারি ২০১৮ ১২:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৬:৫৮
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : শিক্ষামন্ত্রণালয়ের গ্রেফতার দুই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করবে দুর্নীতি কমিশন (দুদক)। এরইমধ্যে তাদের দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে দুদক।
সকালে দুদক কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় ব্যাংক খাতের দুনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই খাতে সুশাসন প্রতিষ্ঠা শুরু হয়েছে। ২০১৭ সালে ব্যাংক খাতে সব থেকে দুর্নীতি হয়েছে এ বিষয়ের সঙ্গে দ্বিমত জানিয়ে তিনি বলেন, কেলেঙ্কারির ঘটনাগুলো ২০১৬ সালের।
এর আগে স্কুল ‘শিক্ষার্থীদের মাঝে সততা ও মূল্যবোধ তৈরি’ বিষয়ে কাইট বাংলাদেশের সঙ্গে দুদকের চুক্তি স্বাক্ষর হয়। এতে কাইট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান অমূল্য রায়হান ও পরিচালক এটিএম কামরুজ্জামান ছাড়াও কমিশনার আসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জিএস/জেডএফ