Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ডিএমপি


২৩ মার্চ ২০১৯ ১৭:১২

ঢাকা: সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৩ মার্চ) দুপুরে ৯৯ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দুপুরের খাওয়া-দাওয়াসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করেছেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ আয়োজন করে ডিএমপির তেজগাঁও বিভাগ।

অনুষ্ঠানে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি ভালো দিন কাটাতে চেয়েছি।’

পুলিশের এই উপ-কমিশনার (ডিসি) বলেন, ‘ঢাকায় অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে। যারা ঢাকা শহর দেখতে পাচ্ছে, একদিন হলেও শিশুপার্কে যেতে পেরেছে। তাই আমরা টাঙ্গাইল ফ্রেন্ডশিপ স্কুলের ৯৯ জন শিশুকে নিয়ে এসেছি। তাদের সঙ্গে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করেছি। তারপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার জাদুঘর তাদের দেখানো হয়। বিকেলে শিশু মেলায় বিভিন্ন রাইডে ঘুরে তাদের টাঙ্গাইল দিয়ে আসা হবে।’

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন- পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর