Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়িতে এবার সুদর্শনের চিফ এজেন্টকে প্রাণনাশের হুমকি


২৪ মার্চ ২০১৯ ১৯:৪৯

বাঘাইছড়িতে সাত খুনের ঘটনায় কাজ করছে তদন্ত দল

রাঙ্গামাটি: এবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনকে (৫৫) মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি।

গিয়াস উদ্দিন উপজেলা নির্বাচনে জনসংহতি সমিতির (জেএসএস, এমএন লারমা) সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমার নির্বাচন পরিচালনা কমিটির চিফ এজেন্ট ছিলেন। গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বাঘাইছড়িতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বাঘাইছড়িতে সাত খুনের ৪৮ ঘণ্টা পর মামলা

রোববার (২৪ মার্চ) সকালে পরিচয় গোপন রেখে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয় গিয়াস উদ্দীনকে। এদিনই তিনি থানায় জিডি করেন।

জিডিতে বলা হয়, গত ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সুদর্শন চাকমার চিফ এজেন্টের দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। ওই সময় থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সবশেষ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে একটি অপরিচিত নম্বর (০১৮৬৭******) থেকে ফোনে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন- বাঘাইছড়িতে ‘প্ল্যানড অ্যামবুশ’, ধারণা তদন্ত কমিটির

হুমকি প্রসঙ্গে গিয়াস উদ্দীন বলেন, যারা উপজেলা নির্বাচনে হেরে গেছে, তাদের পক্ষের কোনো ব্যক্তি আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমাকে হুমকি দেওয়া মোবাইল নম্বরটি অচেনা। তাই আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর আলম জিডি দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন নিজেই এ বিষয়ে থানায় জিডি করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বাঘাইছড়ি হত্যাকাণ্ড: সন্দেহের তীর ইউপিডিএফের দিকে

প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের তিন কেন্দ্র থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে উপজেলার নয়মাইল এলাকায় সন্ত্রাসীদের হামলায় সাত জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১৬ জন। এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত হওয়ায় এ হামলায় তারা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে স্থানীয় জনসংহতি সমিতি (জেএসএস) এই হামলায় জড়িত কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে।

সারাবাংলা/টিআর

উপজেলা নির্বাচন প্রাণনাশের হুমকি বাঘাইছড়ি সুদর্শন চাকমা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর