Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল


২৬ মার্চ ২০১৯ ০৯:৩০

স্মৃতিসৌধ থেকে: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।

মঙ্গলবার (২৬ মার্চ) প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একে একে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপরই জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

সকালে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের একটি দল শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন। এই দলেরই একজন ঝুমা আক্তার। হুইল চেয়ারে বসে তিনি বলেন, ‘যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমার মনে হয়েছে অন্তত এই দিনে তাদেরকে শ্রদ্ধা জানাতে এখানে আসা উচিত। এজন্যই আসা। আর এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।’

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ মান্নান বলেন, ‘স্বাধীনতার পরে আনেক কিছুই অর্জিত হয়েছে। আমরা আশা করবো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাকি অর্জন অর্জিত হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আমরা চাই আরো কিছু যুদ্ধ হোক। খাদ্যের ভেজালের বিরুদ্ধে, সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে এবং অন্যান্য সামাজিক অনাচারের বিরুদ্ধে। বর্তমানে সরকারের সুযোগ্য নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। আশা করি দেশবাসী ৭১ এর মতোই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৪৮ বছর ধরে স্বীকৃতির অপেক্ষায় রাণীনগরের ১০ বীরাঙ্গনা

জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর