বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে অগ্নিকাণ্ড
২৭ মার্চ ২০১৯ ০২:৩০
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে অগ্নিকাণ্ডে যাবতীয় তথ্য প্রযুক্তির যন্ত্রপাতি পুড়ে গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৫ম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ববি’র নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৫ম তলার তালাবদ্ধ সার্ভার রুমে আগুনের ধোঁয়া দেখতে পায় কর্মচারীরা। এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এর আগেই সার্ভার রুমের যাবতীয় তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে বলে জানান মুরশিদ আবেদী।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই আসাদ জানান, পুলিশের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সার্ভার রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
সারাবাংলা/জেইউ/পিএ