Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে


২৮ মার্চ ২০১৯ ১৮:২৭

ঢাকা: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্ম কমিশন ঘোষিত ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ৩ তারিখ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলবে।

বিজ্ঞাপন

পরীক্ষার হল এবং আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর