Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু


১ এপ্রিল ২০১৯ ০৮:১৪ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আর কিছুক্ষণের মধ্যেই দেশের ১০টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয় এই পরীক্ষা। এবার শাররিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে।

এবছর দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর পরীক্ষার আসনে বসেছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন।

বিজ্ঞাপন

এছাড়া পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৪৫১ জন। এবার দেশের বাইরের ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২৭৫জন।

এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। সে হিসেবে সকাল সাড়ে ৯টার মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন। এবছর প্রশ্নপত্র ফাঁসসহ সব ধরনের অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

লিখিত পরীক্ষা শেষ হবে ১১ মে। এরপর ১২ থেকে ২১ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএমএন

এইচএসসি ও সমমান পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর