Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা হলে মোবাইল, পরীক্ষার্থী বহিষ্কৃত


১ এপ্রিল ২০১৯ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: পরীক্ষা হলে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়ায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরুর দিনেই এই শাস্তির মুখোমুখি হয়েছেন একজন পরীক্ষার্থী।

সোমবার (১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে আটটি সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সারাবাংলাকে জানান, বহিষ্কৃত পরীক্ষার্থী কুলগাঁও সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী। চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি পরীক্ষা দিচ্ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান আরও জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সাবাজর ও তিন পাবর্ত্য জেলায় এবার পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৮৮৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৮১ হাজার ৯০১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ১৮ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রামে ৭২২, কক্সবাজারে ৮৭, রাঙামাটিতে ৪৯, খাগড়াছড়িতে ১০০ ও বান্দরবানে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

এইচএসসি পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে মোবাইল বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর