মোহাম্মদপুরে নারীর লাশ উদ্ধার, স্বজনদের দাবি আত্মহত্যা
১ এপ্রিল ২০১৯ ২২:১১
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ইলা শারমিন (২৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলছেন, এটি আত্মহত্যা।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা উদ্যানের সি ব্লকের ৪ নম্বর রোডের ১২ নাম্বার বাসার দ্বিতীয় তলার একটি রুমের গ্রিলের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
ইলা শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাসানচর এলাকায়। স্বামীর নাম ফয়সাল রকি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল জানান, ওই নারীর গলার বাম পাশে একটি কালো দাগ রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
তবে স্বজনরা বলছেন, এটি হত্যা নয়। সে নিজেই আত্মহত্যা করেছে। কারণ হিসেবে তারা বলছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে শারমিন দরজা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছিল। পরে সকালে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে স্বজনদের কেউ মুখে খুলতে চাননি।
নিহত শারমিনের বাবা শেখ শাহেদ আলী সারাবাংলাকে বলেন, আমি আজ (সোমবার) সকালে খবর পেয়ে গ্রাম থেকে ছুটে এসেছি। কী কারণে আত্মহত্যা করল, সেটা আমি জানি না। সে তার মা আর ভাইকে নিয়েই থাকত। আমি থাকতাম গ্রামে।
এদিকে, ইলার বান্ধবী জেবিন সারাবাংলাকে বলেন, ফয়সালের সঙ্গে প্রেম করত ইলা। পরে তারা আদালতে বিয়ে করে ২০১৭ সালের অক্টোবরে। কিন্তু বিয়ের কিছুদিন পর শারমিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাদের দাম্পত্যজীবনে কলহ তৈরি হয়। পরবর্তী সময়ে শারমিন তার মা আর এক ভাইকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকত। সে ইডেন কলেজ থেকে ডিগ্রি পাস করেছে বলেও জানান জেবিন।
সারাবাংলা/এসএইচ/টিআর