Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু, ৩ গ্রামবাসী আহত


২ এপ্রিল ২০১৯ ১৪:৫৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজিহাটে গণপিটুতে একজনের মৃত্যু হয়েছে। গ্রামবাসীর অভিযোগ নিহত ফয়েজ (৫০) একজন ডাকাত। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

রোববার (১ এপ্রিল) গভীর রাতে বলির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বলির দোকান এলাকার সামছু মাস্টারের বাড়িতে রোববার গভীর রাতে একদল ডাকাত সিঁধ কেটে ঘরের ভিতরে ঢোকে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার করেন। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে ৩ জনকে আহত করে।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবু জানান, বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেললে পালানোর সময় একজনকে ধরে গনপিটুনি দিলে সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ডাকাতদের ছুরিকাঘাতে আহত সনিয়া বেগম (২৫), মো. ইব্রাহীম (৩৫) ও আরিফ হোসেন তারিফ (৩২) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক নেপাল চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে তার ফেলে যাওয়া মোবাইল ফোন থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

সারাবাংলা/এসএমএন

গণপিটুনি ডাকাতের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর