Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার গণঅনশন


২ এপ্রিল ২০১৯ ১৮:৪৮

ঢাকা: কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার (৭ এপ্রিল) ঢাকায় গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এ কর্মসূচি শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বিকেল ৪টায়।

মঙ্গলবার (২ এপ্রিল) বাদ আছর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের শুরুতে এ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়; ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মো. শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল আউয়াল মিন্টু; চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া সরকারের থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্বতন করেছিলেন। সবসময় তিনি স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন এবং এখনো লড়াই করে চলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যই আজ তিনি কারারুদ্ধ রয়েছেন। তিনি চরম অসুস্থ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল তাকে যখন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিয়ে আসা হয়, তখন তিনি দাাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে করে নিতে হয়েছে এবং সেখানে তিনি পুরোপুরি স্বস্তির মধ্যে ছিলেন না। তিনি অত্যন্ত অসুস্থ। তিনি খেতে পারছেন না।’

বিজ্ঞাপন

কারাগারে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য মিলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম, তার পছন্দ অনুযায়ী একটা স্পেশালাইজড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছে। এতে প্রমাণ হয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ। খালেদা জিয়ার রক্ত পরীক্ষায় দেখা গেছে, প্রতিটি রিপোর্ট তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এই ফ্যাসিবাদী, চরম স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারকে সরাতে হলে আমাদের সামনে একটি মাত্র পথ খোলা আছে। সেটি হলো— দেশনেত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে জয়ী হতে হবে।’

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়া খালেদা জিয়ার মুক্তি গণঅনশন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর