‘আর ভিডিও করিছ না, আমার ঝিরে আইনা দে’
৬ এপ্রিল ২০১৯ ১৯:৩৫
ঢাকা: ‘আন্নেরা আমার ঝিরে আইন্যা দেন। আই ছাড়া ও বাইচতন্য।’ কথাগুলো বলছিলেন আর কাঁদছিলেন ফেনীর সোনাগাজীতে যৌন নির্যাতন ও আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকারও হওয়া ছাত্রীর মা। এ সময় বার্ন ইউনিটে থাকা অন্য রোগীদের স্বজনরা এসে ভিড় জমায়। অনেকে ক্যামারা বের করে ছবি তুলতে গেলে তাদের উদ্দেশ্যে বলেন, ‘আর ভিডিও করিছ না, আমার ঝিরে আইনা দে।’
যৌন হয়রানির শিকার ছাত্রীর শরীরে এবার পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা
এ সময় তাকে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন অগ্নিদগ্ধ ছাত্রীর খালাতো বোন। তিনি জানান, মেয়েটি ছিলেন তিন ভায়ের এক বোন। একমাত্র মেয়ের অবস্থা দেখে তিনি মাথা ঠিক রাখতে পারছেন না।
‘বল সব মিথ্যা, ২৭ তারিখের যৌন হয়রানি মিথ্যা’
অগ্নিদগ্ধ ছাত্রীর খালাতো বোন আরও জানান, ‘২৭ তারিখের ঘটনার পর থেকে সে অনেক শকড ছিল। এর মধ্যে তার আলিম পরীক্ষা শুরু হয়। মাদ্রাসার কয়েকজন ছাত্রী যারা অধ্যক্ষের পক্ষে ছিল। তারা এসে মামলা তুলে নেওয়ার কথা বলে। তখন সে ওদের বলছিল, মামলা তুলব না। সে আমার গায়ে হাত দিছে।’
উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির শিকার হওয়া এই ছাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করা হয়। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এর আগে (২৭ মার্চ) ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে অধ্যক্ষের পক্ষে শিক্ষার্থীদের একটি অংশ তার মুক্তির দাবিতে মানববন্দন ও বিক্ষোভ করে। কিন্তু অন্য অংশ অধ্যক্ষের শাস্তি চেয়ে মানববন্ধন করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সারাবাংলা/এসএসআর/এমআই