Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা, ২ দিন পর মামলা


৮ এপ্রিল ২০১৯ ১৭:১২

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার দুই দিন পরে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে সোনাগাজী মডেল থানায় ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বোরখা পরা অজ্ঞাতপরিচয় ৪ জন এবং তাদের সহযোগীদের আসামি করে মামলাটি দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন, মাদরাসাটির প্রভাষক আফসার উদ্দিন, ছাত্র আরিফুল ইসলাম, নৈশ প্রহরী মো. মোস্তফা, দফতর সহকারী (পিয়ন) নুরুল আমিন, আলা উদ্দিন, সাইদুল ইসলাম ও জসিম উদ্দিন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পুলিশ ওই মাদরাসার শিক্ষার্থীদের জবানবন্দি নিয়েছে।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. সিরাজ-উদ-দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে দগ্ধ মাদরাসা শিক্ষার্থী লাইফ সাপোর্টে
আরও পড়ুন: প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করতো অধ্যক্ষ

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর