আইসিটি মামলায় খালাস অভিজিৎ হত্যা মামলার আসামি ফারাবী
১০ এপ্রিল ২০১৯ ১৮:৪৩
ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার হাজতি আসামি শফিউর রহমান ফারাবীকে আইসিটির একটি মামলায় খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্ সামশ জগলুল হোসেন এ আদেশ দেন।
এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সেখানে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন ট্রাইব্যুনাল।
মামলাটির অভিযোগ থেকে জানা যায়, বিভিন্ন সময় ফারাবী সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি দিয়ে আসছিল। এছাড়া নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কলাম ছাপানোর কারণে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামকেও হুমকি দিয়েছিল ফরাবী।
ওই ঘটনায় ২০১৫ সালের ১৪ মার্চ ফারাবীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রমনা থানায় মামলা দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান। এরপর ২০১৫ সালের ৩০ নভেম্বর ফারাবীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ৫ এপ্রিল ফারাবীর বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
প্রসঙ্গত, অভিজিৎ হত্যা মামলায় এ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র্যাব।
অভিজিৎ রায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করার পর সেখানে কিছুদিন শিক্ষকতা করেন। তারপর তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানকার একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেন। ২০০৮ সালে তিনি রাফিদাকে বিয়ে করেন। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে দেশে ফিরে হত্যাকাণ্ডের শিকার হন।
সারাবাংলা/এআই/এমআই