Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে বিশৃঙ্খলাকারী‌দের শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন


২৫ জানুয়ারি ২০১৮ ১৪:৫০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৬:৪৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে বিশৃঙ্খলাকারী‌দের শা‌স্তির দা‌বি‌তে ঢাকা বিশ্ববিদ্যালয় স‌চেতন শিক্ষা‌র্থী ব্যানারে মানববন্ধন হয়েছে। বৃহস্প‌তিবার দুপু‌রে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় এই মানববন্ধন হয়।

গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। আন্দোলনকারীদের বহিরাগত ও বিশৃঙ্খলাকারী উল্লেখ করে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষে এই মানববন্ধন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় স‌চেতন শিক্ষা‌র্থীদের সমন্বয়ক নোমান সুমন ব‌লেন, ‘ঢাকা বিশ্ববিদ্যল‌য়ে যারা বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে চাই‌ছে, তারা সক‌লেই ব‌হিরাগত। ঢা‌বির কেউ এমন কা‌জে জ‌ড়িত নয়। জ‌ড়িত‌দের দ্রুত চি‌হ্নিত ক‌রে শা‌স্তির ব্যবস্থা কর‌তে হ‌বে।’

ছবি: হাবিবুর রহমান

তিনি আরও বলেন, ‘ঢা‌বি উপাচা‌র্যের ওপর হামলাকারী‌দের চি‌হ্নিত ক‌রে শা‌স্তির ব্যবস্থা কর‌তে হ‌বে। শিক্ষার্থী বোন‌দের যারা শারী‌রিক লাঞ্চণা ক‌রে‌ছেন তা‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দি‌তে হ‌বে। যারা বিশ্ববিদ্যাল‌য়ের সম্পদ নষ্ট ক‌রার চেষ্টা ক‌রে‌ছে তা‌দের চিহ্নিত কর‌তে হ‌বে। বিশ্ববিদ্যালয় কর্মচা‌রি‌দের মারধরকারী‌দের বিচার কর‌তে হ‌বে। এভা‌বে যারা শিক্ষার প‌রি‌বেশ নষ্ট কর‌তে চাই‌ছে তা‌দের শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে।’

মানববন্ধনে কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা রাজু ভাস্কর্যের আশপাশের বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে এই মানববন্ধন করেন।

এর আগে, ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। পরে ওইদিন বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়।

বিজ্ঞাপন

গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার বিভিন্ন ছবি।

সারাবাংলা/এসআর/এনএস

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর