জাবির মঙ্গল শোভাযাত্রায় মুখোশ নয়, রঙ ছিটালে শাস্তি
১১ এপ্রিল ২০১৯ ১৪:২৩
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেওয়া যাবে না। জাবি প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে।
বুধবার (১১ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, মুখোশ না পরে হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পহেলা বৈশাখে রঙ ছিটানো যাবে না, কেউ রঙ ছিটালে তার বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিদের মোটরসাইকেল ছাড়া অন্য কেউ সেদিন ক্যাম্পাসে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়েছে প্রশাসন। পহেলা বৈশাখে জাবি ক্যাম্পাসে বহিরাগত গাড়ি প্রবেশ ও চলাচল সীমিত রাখা হবে।
বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে ‘চিত্র যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএমএন