Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন


২৫ জানুয়ারি ২০১৮ ১৬:০৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৯:০৪

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক।

শিক্ষার্থীরা জানায়, নিপীড়নবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা আহত হওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে ফাহমিদুল হক বলেন, সত্যিকারের সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিল। তাদের বিষয়ে আমরা কিছুই বলবো না। তাদের ওপর ছাত্রলীগের প্রথম দফা হামলার পরে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের প্রতিহত করতে হামলা করা হয়েছে। টার্গেট করে মারা হয়েছে অনেককে। যারা কেউ সন্ত্রাসী না। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তাদেরকে বহিরাগত বলা হচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা বলেও মনে করি।

এর আগে, ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন। পরে ওইদিন বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়।

বিজ্ঞাপন

গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার বিভিন্ন ছবি।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর