Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসার ছাত্রকে হত্যার অভিযোগে অধ্যক্ষসহ ৫ শিক্ষক গ্রেফতার


১২ এপ্রিল ২০১৯ ১৮:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাদরাসার  ছাত্রকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে মাদরাসাটির  অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাঁচজনকে। আসামিরা হলেন, অধ্যক্ষ আবু দারদা, হেফজ বিভাগের শিক্ষক তারেকুর রহমান, মো.জোবায়ের, আনাস আলী এবং আব্দুস সামাদ।শুক্রবার (১২ এপ্রিল) এই পাঁচ শিক্ষককে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে, বুধবার (১০ এপ্রিল) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হাবিবুর রহমান (১১) নামে ওই শিশু মাদরাসার হেফজখানার হেফজ বিভাগের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: চট্টগ্রামে মাদরাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সারাবাংলাকে বলেন, মাদরাসার সঙ্গে লাগোয়া একটি মসজিদ আছে। মসজিদেও ছাত্রদের পড়ানো হয়। মসজিদটির চারতলায় গ্রিলের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় আমরা লাশটি উদ্ধার করেছিলাম। শিশুটির বাম পা মেঝেতে লাগানো ছিল।

ওসি আতাউর বলেন, হাবিবুরের বাবা আনিসুর রহমান পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, মাদ্রাসায় তার ছেলেকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি আমরা গ্রহণ করেছি।

অভিযুক্তদের মধ্যে অধ্যক্ষ ও তারেকুর রহমানের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। বাকি আরো ৬-৭ জন শিক্ষক ঘটনায় জড়িত উল্লেখ রয়েছে বলে জানান ওসি।

ওসি আতাউর আরও বলেন, পাঁচ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য সকালে আটক করা হয়। মামলা দায়েরের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মাদরাসা থেকে পালিয়ে গিয়ে ফেরত আসার পর শিশুটি নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এনএইচ

আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা চট্টগ্রাম শিশুহত্যা হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর