Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসায় ছাত্র হত্যা: অধ্যক্ষসহ পাঁচ শিক্ষক রিমান্ডে


১২ এপ্রিল ২০১৯ ২০:০৯

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার মামলায় চট্টগ্রাম নগরীর একটি মাদরাসার অধ্যক্ষসহ পাঁচ শিক্ষককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহান অপু এই আদেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকার আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা অধ্যক্ষ আবু দারদা, হেফজ বিভাগের শিক্ষক তারেকুর রহমান, মো.জোবায়ের, আনাস আলী এবং আব্দুস সামাদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মাদরাসার ছাত্রকে হত্যার অভিযোগে অধ্যক্ষসহ ৫ শিক্ষক গ্রেফতার

এর আগে, গত ১০ এপ্রিল রাতে ওই মাদরাসা সংলগ্ন মসজিদের চারতলা থেকে হাবিবুর রহমান (১১) নামে হেফজ বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মসজিদেও হেফজ বিভাগের ক্লাস নেওয়া হত।

শুক্রবার (১২ এপ্রিল) হাবিবুরের বাবা আনিসুর রহমান বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগেই অবশ্য পাঁচ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। মামলা দায়েরের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শাহআলম সারাবাংলাকে বলেন, ‘আদালতে হাজির করে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’

সারাবাংলা/আরডি/ এনএইচ

আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা চট্টগ্রাম শিশুহত্যা হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর