সুদান সংকট : জনরোষে সেনা-কাউন্সিল প্রধানের পদত্যাগ
১৩ এপ্রিল ২০১৯ ০৮:৪৩
সফল সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট অমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর পদত্যাগ করেছেন সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনা-কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে অউফ। তিনি প্রেসিডেন্টের ‘খুব কাছের লোক’ ছিলেন জনসাধারণের এমন অভিযোগের ভিত্তিতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইবনে অউফ পদ ছাড়ার ঘোষণা দেন। এসময় তিনি জানান, তার স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেলরাহমান বুরহান। খবর বিবিসির।
তিন মাস ধরে টানা বিক্ষোভের পর সামরিক বাহিনীর সহায়তায় বুধবার (১০ এপ্রিল) ক্ষমতাচ্যুত হয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমার আল-বশির। বশির প্রায় দীর্ঘ তিন দশক ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এদিন দিবাগত রাতে সুদানের সেনা কর্মকর্তারা অমর আল-বশিরের রাষ্ট্রীয় বাসভবনে উপস্থিত হয়ে তাকে পদ থেকে সরিয়ে দেয়।
কিন্তু সুদানের জনগণের বিক্ষোভ এখনো থামেনি। এখন তারা সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তবে সেনাবাহিনী জানিয়েছে আগামী দুবছর তারা রাষ্ট্র পরিচালনা করবে। এরপর করবে নির্বাচনের আয়োজন।
আওয়াদ ইবনে অউফ সেনা-কাউন্সিলের প্রধান হিসেবে বিগত ২০০০ সালে দায়িত্ব লাভ করেন। দারফুরে সহিংসতার ঘটনায় তার ওপর নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বশিরকে সেনারা গৃহবন্দি করে রেখেছে। প্রবল ক্ষমতাবান প্রেসিডেন্ট বশিরের বিকল্প কেউ ছিল বলে সুদানে ভাবা হতো না। তবে গতবছরের ডিসেম্বর থেকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে থাকায় বশিরের জনপ্রিয়তার অবনমন ঘটে। সুদানের জনগণ শুরু করে বিক্ষোভ ও প্রতিবাদ। সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।
সারাবাংলা/এনএইচ