Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষের সকালে গরম, দুপুরের পর নামতে পারে বৃষ্টি


১৩ এপ্রিল ২০১৯ ১১:৫৯

ঢাকা: বাঙালির বর্ষ বরণের আনন্দকে ফিকে করে দিতে বৈশাখের প্রথম দিনের দুপুরে নামতে পারে বৃষ্টি। তবে, সকাল থেকে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তুলনামূলক বৃষ্টি পরিমাপের ম্যাপে দেখা যায়, পহেলা বৈশাখের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস বলছে, সারাদেশে বাঙলা বছরের প্রথম দিনের সকালে তাপমাত্রা থাকবে স্বাভাবিক।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ‘বৈশাখের প্রথম দিনে আমরা কালবৈশাখীর আশঙ্কা করছি না। তবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টি থামলে তাপমাত্রা বাড়বে। চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর এই সময়টা সাধারণত এমনই থাকে। এই সময় আমরা যেকোনো কিছুর জন্যই প্রস্তুত থাকি।”

এদিকে, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) আবহাওয়া পূর্বাভাস বলছে, রোববার দুপুরে বেশ ভালোই বৃষ্টিপাত হবে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে। সংবাদ মাধ্যমটির আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দুপুর থেকে সন্ধ্যা নাগাদ প্রবল বর্ষণের মুখোমুখি হতে পারে ঢাকা শহর। ঢাকা আবহাওয়া অফিস অবশ্য রাতের বেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছে।

সারাবাংলা/টিএস/এটি

পহেলা বৈশাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর