রাজীব-মহিনের মরদেহ গ্রামের বাড়িতে
১৩ এপ্রিল ২০১৯ ১৫:১৬
কুমিল্লা: পরিবারে একটু স্বচ্ছলতা আনতে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে গিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দির রাজিব মুন্সী ও লালমাই উপজেলার মহিন। কিন্তু তা হয়নি, মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাদের সব স্বপ্ন। লাশ হয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন তারা।
শনিবার (১৩ এপ্রিল) ভোরে নিজ নিজ গ্রামে পৌঁছে। সেসময় স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা।
সকাল ১০ টায় দাউদকান্দির ঢাকারগাঁও গ্রামে রাজিব মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নানাবাড়ি কুমিল্লা বরুড়া উপজেলা খোশবাশ গ্রামে নিয়ে যাওয়া যায়। সেখানে বাদ আছর আরেকটি জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
এদিকে লাইমাই উপজেলার দুলর্ভপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিনের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাজিব ও মহিন মালয়েশিয়ার ম্যাস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন। গত ৭ এপ্রিল রাতের পালায় কাজ করার জন্য মালয়েশিয়ার নেরগরি সেমবিলান প্রদেশের নিলাই থেকে কর্মস্থলে যাওয়ার পথে এক বাস দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এসময় আরো তিন বাংলাদেশি প্রাণ হারান। মৃত্যু হয় সবমিলিয়ে মোট ১১জনের।
মালয়েশিয়া এয়ারলাইনস এমএইচ-১৯৬ বিমানযোগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ১.০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে নিহত ৫ বাংলাদেশির মরদেহ। সঙ্গে ছিলেন নিয়োগকর্তা কোম্পানির দুই প্রতিনিধি। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে পরিবার কাছে মৃতদেহগুলো হস্তান্তর করেন কোম্পানির প্রতিনিধি।
সারাবাংলা/এসএমএন