Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমতি পাবে ইলেক্ট্রিক থ্রি-হুইলার


২৫ জানুয়ারি ২০১৮ ১৯:০০

স্পেশাল করেসপন্ডেন্ট

বিদ্যুৎচালিত ত্রিচক্র যান অনুমোদন দেওয়ার কথা ভাবছে সরকার। এ জন্য সোলার চার্জিং স্টেশন বা ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। এর আগে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে বিদ্যুৎকেন্দ্রের আধুনিকায়ন, নবায়ণযোগ্য জ্বালানি, সোলার পাওয়ার, সোলার পার্ক, উপ-আঞ্চলিক সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন, প্রি-পেইড মিটার, স্মার্ট মিটার, ডিসট্রিবিউশন সিস্টেম আপগ্রেডেশন, চার্জিং স্টেশন ও গ্রিড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

নসরুল হামিদ বলেন, দিনে দিনে বিদ্যুৎচালিত যানবাহনের চাহিদা বাড়ছে, বাংলাদেশেও বাড়বে। ত্রিচক্র যানগুলোতে ইলেকট্রিক চার্জ দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ফিলিপাইনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। দ্রুত সময়ের মধ্যে পরামর্শক সহায়তাকে স্বাগত জানানো হবে।

তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন ইনোভেটিভ প্রকল্পে দ্রুত অর্থ বা পরামর্শক সহায়তা করতে পারে।

ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে আরও সহযোগিতা করা যায়- সে বিষয়ে স্ট্যাডি চলছে, বৈঠক শেষে জানিয়েছেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর।

সারাবাংলা/এইচএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর