Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুরিকাঘাতে বাবাকে খুনের অভিযোগ ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে


১৪ এপ্রিল ২০১৯ ১১:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রঞ্জন বড়ুয়াকে (৫০) হত্যার অভিযোগে পুলিশ তার ছেলে রবিন বড়ুয়া খোকনকে (২৫) গ্রেফতার করেছে। রঞ্জন বড়ুয়া রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী এলাকার বাসিন্দা। রোববার (১৪ এপ্রিল) ভোরে নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি দুই নম্বর গলিতে এই হত্যাকাণ্ড ঘটেছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনা সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিন ৫-৬ বছর ধরে ইয়াবা আসক্ত। প্রায়ই বাবার সঙ্গে তার ঝগড়া হত। এছাড়া মদ্যপ অবস্থায় মানুষকে মারধরের অভিযোগও তার বিরুদ্ধে আছে। কয়েক বছর আগে রবিনের মা যায়। এরপর তার বাবা আবার বিয়ে করেন। এরপর বাবার সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান আরও বলেন, গভীর রাতে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। বাবা রবিনকে পুলিশে দেওয়ার হুমকি দিলে ক্ষুব্ধ হয়ে সে বাবার গলায় ছুরি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রঞ্জনের মৃত্যু হয়।

এই ঘটনায় রঞ্জনের ভাই সঞ্জয় বড়ুয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/আরডি

খুনের অভিযোগ মাদকাসক্ত

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর