প্রধানমন্ত্রীকে কটূক্তি: মাহফুজা আক্তার কিরণের স্থায়ী জামিন
১৫ এপ্রিল ২০১৯ ১৫:৪২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। একই সঙ্গে সিএমএম আদালতে মামলার নথী পাঠানোরও নির্দেশ দেন। এরআগে গত ১৯ মার্চ কিরণের জামিন মঞ্জুরের আদেশ দেন একই আদালত।
মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মানহানির মামলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মাহফুজা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়।
ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এমআই