Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার


১৬ এপ্রিল ২০১৯ ১৩:৩৮

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী থেকে তাদের নিয়ে যাওয়া হয়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)।

চার জেলে হলেন, মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উল্লাহ মাঝি, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা।

স্থানীয় জেলেদের দাবি, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি  ট্রলারে করে চার মাঝি নাফনদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে চড়ে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

টেকনাফস্থ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ শিকারে যাওয়া বাংলাদেশি চার জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমার বাহিনী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

বাংলাদেশি জেলে বিজিবি মিয়ানমার

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর