Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার স্থগিত ৬ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে


১৭ এপ্রিল ২০১৯ ১৩:২৭

কুমিল্লা: চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কুমিল্লার দুটি উপজেলার ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে মেঘনা উপজেলায় দুটি ও চান্দিনায় চারটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবগুলো কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নানা অনিয়মের কারণে এই ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, স্থগিত হওয়া এসব কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।

সারাবাংলা/এসএমএন

চান্দিনা উপজেলা মেঘনা উপজেলা স্থগিত ভোটকেন্দ্রে নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর