Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালুর ১০ বছর পর রফতানি কার্যক্রম সোনাহাট বন্দরে


১৮ এপ্রিল ২০১৯ ১৭:১৩

কুড়িগ্রাম: চালুর প্রায় দশ বছর পর সোনাহাট স্থলবন্দরে প্রথমবারের মতো রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে প্লাস্টিকজাত পণ্য রফতানি করা হয়।

রফতানি কার্যক্রম চালুর বিষয়ে সোনাহাট স্থলবন্দরের ট্রাফিক ইনস্পেক্টর মো. কিবরিয়া জলিল বলেন, ‘২০০৯ সালের ১১ জুন সোনাহাট স্থলবন্দর চালু হয়। এতদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি করা হতো। আমদানির পাশাপাশি এখন থেকে নিয়মিত রফতানি কার্যক্রমও চলবে।’

বিজ্ঞাপন

স্থলবন্দর ট্রাফিক ইনস্পেক্টর আরও বলেন, ‘আজকে পণ্য রফতানির মাধ্যমে স্থল বন্দরটি পূর্ণাঙ্গ রূপ পেল। এখন থেকে ব্যবসায়ীরা নিয়ম মেনে বাংলাদেশি পণ্য ভারতে রফতানি করতে পারবেন।’

পণ্য রফতানি উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজের রংপুর বিভাগীয় কমিশনার আহসানুল হক। এছাড়া কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজ, কুড়িগ্রাম ও সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/একে

রফতানি পণ্য সোনাহাট স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর