Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত


২৬ জানুয়ারি ২০১৮ ১৭:২১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৭:২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার আদমপুর ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির হোসেন সারাবাংলাকে জানান, দুপুরে ওই দম্পতি মোটরসাইকেলে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। কমলগঞ্জ উপজেলার আদমপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্বামী নুরুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালমা বেগম।

নিহতের নাম নুরুল ইসলাম(৪৮)। তার বাবার নাম মহরম আলী। বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

ওসি জানান, ট্রাকটি পুলিশ থানা হেফাজতে নিয়েছে। ট্রাকের চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/টিএম/একে

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর