Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেবা দেওয়ার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার রাখুন: স্বাস্থ্যমন্ত্রী


২০ এপ্রিল ২০১৯ ০২:২০ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সেবা দেওয়ার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই বিশেষায়িত ৮টি ক্যান্সার ও ৮টি কিডনী হাসপাতাল নির্মাণ করা হবে। নতুন হাসপাতাল নির্মাণ হলে রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে না বলে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম খুব শিগগিরই সরবরাহ করা হবে। এবং ৭০০ জনেরও বেশি ডাক্তারের প্রমোশন দেয়া হবে।

সারাবাংলা/জেএ/জেএএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর