Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু


২০ এপ্রিল ২০১৯ ১১:০৯

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে বিশু (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপুর গ্রামের মুন্সিপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

আরও পড়ুন: সীমান্তে সক্রিয় বিজিবি, ৯ মাসে স্বর্ণসহ ৩৮ কোটি টাকার পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, তিনি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজন গরু আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে বিশু নামে এক যুবক গুরুতর আহত হন। পরে বিশুর সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। পরে মরদেহ ফেলে তারা পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা বিশুর মরদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।

আরও পড়ুনহিলি সীমান্তে নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ১

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দাবি বিএসএফের গুলিতে মারা গেছে বিশু মিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিএসএফ মাসুদপুর সীমান্ত সীমান্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর