নটর-ডেম ক্যাথেড্রাল: আগুনে বেঁচে আছে মৌমাছি, করছে গুঞ্জন
২০ এপ্রিল ২০১৯ ১৪:৪৯
প্যারিসের নডর-ডেম ক্যাথেড্রালে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে ভবনের একাংশ। ধসে গেছে ভবনের ছাদ ও চূড়া। তবে অলৌকিকভাবে অক্ষত আছে মৌ-বাক্সগুলো। ইতোমধ্যে, মৌমাছিরা গুঞ্জনও শুরু করেছে। খবর বিবিসির।
ক্যাথেড্রালের মৌ-চাকগুলোতে পাহাড়া দিত প্রায় ২ লাখ মৌমাছি। মধুচক্রের মৌমাছির বেঁচে থাকা নিয়ে ছিলো সংশয়। তবে মৌমাছিগুলোর তত্বাবধানে থাকা নিকোলাস জেন্ত জানিয়েছেন, মৌমাছিরা বেঁচে আছে।
২০১৩ সালে প্যারিসে মৌমাছির সংখ্যা বৃদ্ধি করার পদক্ষেপ হিসেবে ক্যাথেড্রালে মৌমাছি সংরক্ষণের প্রক্রিয়া শুরু করা হয়। ভবনের দক্ষিণ অংশে ছাদ থেকে ৩০ মিটার দূরত্বে মৌবাক্স রাখা হয়েছিল। তাই আগুন মৌমাছিগুলোর কোনো ক্ষতি করতে পারেনি।
স্বভাবতই মৌমাছিরা কোনো বিপদ আঁচ করলেও মৌচাক ছেড়ে পালায় না বরং তাদের রাণীকে পাহারা দেয়। তত্ত্বাবধায়ক নিকোলাস জেন্ত বলেন, আগুনে তারা পুড়ে যায়নি তবে ধোঁয়াই অনেক মৌমাছি জ্ঞান হারিয়ে ফেলে। সাধারণত মৌয়ালরাও মধু সংগ্রহ করতে গিয়ে ধোঁয়া ব্যবহার করে।
ক্যাথেড্রাল পুড়েছে তাই কষ্ট পেয়েছেন জানিয়ে নিকোলাস জেন্ত বলেন, তবে ঈশ্বরকে ধন্যবাদ, আগুন মৌমাছির ক্ষতি করতে পারেনি।
সারাবাংলা/এনএইচ