Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান


২১ এপ্রিল ২০১৯ ১৩:৪৯

রোববার শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলায় নিহত হন ২৯০ জন।

ঢাকা: শ্রীলংকায় হামলার বিষয়ে দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর আগেই সতর্ক করেছিলেন। রোববার (২১ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি জানায়, ১০ দিন আগে দেশব্যাপী সতর্কতা জারি করেছিলেন জয়সুন্দর।

আরও পড়ুন- শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৬১

সতর্ক বার্তায় বলা হয়েছিল, গোয়েন্দা তথ্য পাওয়া গেছে আত্মঘাতী বোমা হামলাকারীরা ইস্টার সানডে’তে প্রধান প্রধান গির্জায় হামলা করার পরিকল্পনা করছে। ১১ এপ্রিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে পদক্ষেপ নিতে বলা হয়।

আরও পড়ুন- ইস্টার সানডেতে সিরিজ বোমায় কাঁপল শ্রীলংকা

“বিদেশি একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, কট্টরপন্থি মুসলিম সংগঠন এনটিজে (ন্যাশনাল তৌহিত জামা’য়াত) প্রধান প্রধান গির্জায় আত্মঘাতি বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই সঙ্গে শ্রীলংকার কলোম্বোতে ভারতীয় হাই কমিশনেও হামলার পরিকল্পনা রয়েছে এনটিজে‘র”- নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানায়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর