Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় আরও এক হামলা, সব স্কুল বন্ধ ঘোষণা


২১ এপ্রিল ২০১৯ ১৫:৫৭

ঢাকা: শ্রীলংকায় আরও একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) সকালে ইস্টার সানডে’তে রাজধানী কলোম্বো থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে এই হামলার ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ টুইট করেছেন, “আমার দেশবাসীর ওপর এই কাপুরুষোচিত হামলায় আমি গভীরভাবে শোকাহত। এই সময় দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং মনোবল ধরে রাখবেন। কোনো তথ্য যাচাই না করে অন্যকে জানাবেন না। প্রোপাগান্ডা এড়াতে হবে। সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৬১

সব স্কুল বন্ধ ঘোষণা

শিক্ষামন্ত্রী টুইট করেছেন, হামলা পরবর্তী পরিস্থিতিতে সোমবার ও মঙ্গলবার সারাদেশে সব স্কুল বন্ধ থাকবে।

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট সাতটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। রোববার (২১ এপ্রিল) পৃথক পৃথক জায়গায় এসব হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

আরও পড়ুন-

শ্রীলংকার জন্য রাষ্ট্রপতির শোক

ইস্টার সানডেতে সিরিজ বোমায় কাঁপল শ্রীলংকা

সারাবাংলা/এটি

শ্রীলংকায় সিরিজ বোমা হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর